গোমস্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৩, ১১:১৮  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৩, ১১:১৮

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর: “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। হাত ধোয়াকে জীবন-যাপনের অংশ করে নেয়া এবং অভ্যস্ত করানোর লক্ষ্যে পালিত হয়ে আসছে এই দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম।

আরো বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ব্র্যাক ওয়াশের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুর রউফ প্রমুখ।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্রাক ওয়াশের প্রোগ্রাম অর্গানাইজার শফিকুল ইসলাম, ব্রাক রহনপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার শাহ্ শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয়তার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাত ধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত