বিএনপি জামায়াতের দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও প্রতিবাদ

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৫  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৫

রতন আলী মোড়ল, জেলা প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্বাধীনতা বিরোধি বিএনপি-জামায়াতের দেশব্যাপী অবরোধ কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস ভাঙচুরের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন উপজেলা আ:লীগের তৃণমূল পর্যায়ের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৬নভেম্বর ) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই প্রতিবাদ মিছিল জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গণজোয়ারে বয়ে আনে,জাজিরা উপজেলার মোহর আলী স্কুলের মাঠে একত্রিত হয় পরে প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে, উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শান্তি সমাবেশ শেষ হয়।

এসময় শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার,শরীয়তপুর জেলা আ:লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আঃ রব মুন্সি, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন সরদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল আলীম বেপারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন কোতোয়াল, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবু খায়ের ফকির জাজিরা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুস বেপারি বড় কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার প্রমুখ।

বিএম মোজাম্মেল হক মুক্তকন্ঠকে বলেন, বিএনপি-জামায়াত নাশকতামূলক রাজনৈতির অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে নৈরাজ্যকর অগ্নিসন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত