দুমকিতে উদ্বোধন হলো গ্রীন স্কয়ার হসপিটাল
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:‘হেলথ কেয়ার উইথ কমফোর্ট’ স্লোগানে পটুয়াখালীর দুমকিতে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রীন স্কয়ার হসপিটালের উব্দোধন করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা সদরের থানা ব্রীজ সংলগ্ন এলাকায় এই আধুনিক ও স্মার্ট চিকিৎসা সেবায় ব্রত নিয়ে হাসপাতালের উদ্বোধন করেন পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা: এস এম কবির হাসান।
অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও গ্রীণ স্কয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এম.এ মোতালেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম, মুরাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা, ভুরিয়া ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মোল্লা ও হাসপাতালের মেডিকেল অফিসার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ রিফাহ্ তামান্না প্রমি প্রমুখ।
সিভিল সার্জন এস এম কবির হাসান বলেন, সরকারি চিকিৎসা সেবার পাশাপাশি বেসরকারি চিকিৎসা সেবারও প্রয়োজন রয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার ব্রত নিয়ে আপনারা এই প্রতিষ্ঠান করেছেন। অল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠীর দাড়গোড়ায় উন্নত সেবা নিশ্চিত করতে হবে। মানুষ সঠিক সেবার মাধ্যমে সন্তুষ্টি অর্জনের এই প্রতিষ্ঠানে অনেক সেবাপ্রার্থী পাবেন।
ডাঃ রিফাহ্ তামান্না প্রমি বলেন, আমরা সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে এ প্রতিষ্ঠানটি চালু করেছি। আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের সুচিকিৎসা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এখানে প্রতি নিয়ত বিশেষজ্ঞ চিকিৎসক গণ স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত