মাহমুদউল্লাহর যে বিষয় নিয়ে সুজনের খুব কষ্ট হয়

| আপডেট :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে সবশেষ এশিয়া কাপ স্কোয়াডে না রাখায় সমর্থকদের তোপের মুখে পড়েছিল বিসিবি। এরপরই সবশেষ ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করা হয় তাকে। তখন থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।

বিশ্বকাপের পারফরম্যান্সের ধারাবাহিকতা চলমান বিপিএলেও ধরে রেখেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তাই তো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে তারা থাকা প্রায় নিশ্চিত।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন, মাহমুদউল্লাহ’র ব্যাটিং তরুণদের জন্য অনুপ্রেরণার। একইসঙ্গে তার জন্য কষ্ট হয় বলেও জানিয়েছেন সুজন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘(বিপিএল) খারাপ হচ্ছে না। হয়তো আরও ভালো হতে পারে। প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টই হচ্ছে। আমি ভালোটাই দেখি। আমাদের ছেলেদের পারফরম্যান্সটা…শেষ ম্যাচে মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করল, সেটা অনেকের জন্য অনুপ্রেরণা জোগাবে, বিশেষ করে তরুণদের জন্য। ডেথে গিয়ে এরকম ব্যাটিং করা, ফ্রি ব্যাটিং করা দারুণ।’

মাহমুদউল্লাহর রিয়াদের বর্তমান বয়স ৩৭। এই বয়সেও অন্যান্য তরুণ ব্যাটারের চেয়ে রিয়াদকে এগিয়ে রাখছেন সুজন। সুজনের মতে, ‘তার যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, আমার মনে হয় ওর জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ার নেই। অবশ্যই রিয়াদ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আসতে পারে।’

তবে মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় সুজনের মনে কষ্ট, ‘আমি তো সব সময়ই বলি, মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট হয় যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে, সেটা আমি কোনোভাবেই এখনও মানতে পারি না। আমি এখনও মনে করি, ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার।’

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে হুট করে অবসর ঘোষণা করেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। ওই ম্যাচটিতে তিনি খেলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। এর আগে টেস্ট ফরম্যাটে সেভাবে সুযোগ না পাওয়ায় অনেকটা ক্ষোভের বশেই রিয়াদ আচমকা এই অবসর নেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত