১৫তম ওভারে মুস্তাফিজের মেইডেন নিয়ে যা বললেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ

| আপডেট :  ০২ মে ২০২৪, ০৯:২২  | প্রকাশিত :  ০২ মে ২০২৪, ০৯:২২

অনাপত্তিপত্রের সময় শেষ। আগামীকালই ফিরতে হবে বাড়ি। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজুর রহমান। আর শেষ দিনে পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিং করলেও উইকেটশূন্য থাকেন এই পেসার। যা চলতি আসরের প্রথমবারের মতো কোনো ম্যাচে উইকেট পেলেন না কাটার মাস্টার।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে পাঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়ারের ৬২ রানে ভর করে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই। জবাবে জনি বেয়ারস্টো ও রিলে রুশোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় পাঞ্জাব। তবে চেন্নাইয়ের হারের দিন মুস্তাফিজ ছিলেন বল হাতে উজ্জ্বল। তিনি কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ২২ রান। দিছেন ১৫ তম ওভারে মেইডেন ওভারও।

ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করে অধিনায়ক রুতুরাজ বলেন, “আমরা ৫০/৬০ রান কম করেছি। প্রথম দিকে উইকেটে ব্যাটিং করা কষ্ট হলেও শেষের দিকে অনেক সহজ হয়েছে। এত কম রানের টার্গেটে আমাদের বোলাররা খুব চেষ্টা করেছে। মুস্তাফিজের ১৫ তম ওভার অসধারণ ছিল। সেই সময় মেইডেন ওভার বড় একটি বিষয়।”

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত