মুস্তাফিজের পর পাথিরানাকেও হারাল চেন্নাই

| আপডেট :  ০৫ মে ২০২৪, ০৯:৫৯  | প্রকাশিত :  ০৫ মে ২০২৪, ০৯:৫৯

মুস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশে। জাতীয় দলের হয়ে খেলার তাগিদে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসকে বিদায় বলেছিলেন তিনি। ফিজকে ছাড়া আজই প্রথম মাঠে নেমেছে আসরের অন্যতম সফল দলটি। তবে এরইমাঝে নতুন দুঃসংবাদ হজম করতে হচ্ছে চেন্নাইকে। ফিজের পর এবার আরও এক বিদেশীকে বিদায় জানিয়েছে তারা।

বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের পর এবার শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা চলে গিয়েছেন নিজের দেশে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন তিনি। সেখানেই চলবে পাথিরানার পুনর্বাসন প্রক্রিয়া। মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই বাড়তি কোনো ঝুঁকি নিতে চায়নি লংকান ক্রিকেট বোর্ড। আর তার এই চলে যাওয়া বেশ বড় ধাক্কাই দেবে চেন্নাইকে।

ডানহাতি এই পেসার এখন পর্যন্ত বেশ সফলই বলা চলে। এবারে আসরে ৬ ম্যাচে পেয়েছেন ১৩ উইকেট। ইকোনমি মোটে ৭.৬৮। উইকেটপ্রতি খরচ করেছেন মোটে ১৩ রান। চেন্নাইয়ের হয়ে ডেথ ওভারে মুস্তাফিজকে নিয়ে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। দুই ডেথ ওভার স্পেশালিস্টকে একইসঙ্গে হারানো চেন্নাইয়ের প্লে-অফের রাস্তাই আরও কঠিন করবে।

ফিজ-পাথিরানার বাইরেও আরও দুশ্চিন্তা আছে চেন্নাই শিবিরে। ফ্লু আক্রান্ত হয়ে আগের ম্যাচে ছিলেন না পেস আক্রমণের অন্যতম ভরসা তুষার দেশপান্ডে। সেদিনই মাত্র দুই বল করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীপক চাহারকেও মাঠ ছাড়তে হয়েছিল। এরপর তার পুরো আইপিএলই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে কম্বিনেশন মেলানোয় হিমশিম খেতে হচ্ছে চেন্নাইকে।

আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ শেষ করেছে চেন্নাই সুপার কিংস। তাতে জয় পেয়েছে পাঁচটি, হেরেছেও পাঁচ ম্যাচে। ১০ পয়েন্ট নিয়ে হলুদ শিবির আছে টেবিলের পঞ্চম স্থানে। প্লে-অফে যেতে হলে বাকি চার ম্যাচ থেকে অন্তত তিন ম্যাচে জয় চাই তাদের। গত তিন আসরে ১৪ পয়েন্ট পেয়ে কোনো দলই প্লে-অফে জায়গা পায়নি। স্বাভাবিকভাবেই তাই এবারও সেই ১৬ পয়েন্টের দিকে চোখ সিএসকের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত