মুরাদিয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

| আপডেট :  ৩০ মে ২০২৪, ০৭:০৪  | প্রকাশিত :  ৩০ মে ২০২৪, ০৭:০৪

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে পানিতে ডুবে ১০ বছর বয়সী ইশরাত জাহান নামের একটি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) ৩টার দিকে খাওয়া দাওয়া শেষে এক সময় সবার অগোচরে পার্শ্ববর্তী ডোবায় পড়ে তার মৃত্যু হয়।

ইশরাত জাহান মুরাদিয়ার ৩ নং ওয়ার্ডের আমির হোসেন রাস্তার মাথা এলাকার মৃত্যু রফিক গাজীর মেয়ে।

দুপুরের খাওয়া-দাওয়া শেষে সবার অগোচরে ডোবায় পড়ে যায়। পরে তাকে খুঁজতে খুঁজতে ডোবায় পানিতে ভাসমান অবস্থায় মৃতঅবস্থায় পাওয়া যায়। প্রতিবন্ধী শিশুটি মাঝেমধ্যেই ডোবার পাশে বাবার কবরের কাছে যেত। সেখানে যাওয়ার পথে শিশুটি ডোবায় পড়ে মৃত্যুবরণ করেতে পারে বলে জানান স্থানীয়রা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিউর রহমান জানান , ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত