বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো বিসিবি
বিপিএল নিয়ে সুসংবাদ দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পূরণ হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবি। নাজমুল হাসান পাপন যা পারেননি, ফারুক আহমেদ করে দেখাতে যাচ্ছেন সেটাই। বিপিএল থেকে অর্জিত রাজস্বের ভাগ দিবেন দলগুলোকেও।
ফ্র্যাঞ্চাইজিরা ২০২০ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাজস্ব চেয়ে বিসিবির কাছে আবেদন জানিয়ে আসছিল। বড় মুনাফা ছাড়া শুধু মাত্র ক্রিকেট ভালোবেসে দল চালাতে তাদের আপত্তি ছিল। ফলে লভ্যাংশের একটা ভাগ চাওয়া ছিল তাদের।
এমনকি সেই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সসহ অনেল ফ্র্যাঞ্চাইজি হুমকি দিয়েছিল, তাদের দাবির প্রতি সাড়া না দিলে তারা টুর্নামেন্ট বয়কট করবে। হয়েছিলও তাই।
তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজস্ব ভাগ নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত দেননি। বরং বার বার অস্বীকার করে গেছেন বিষয়টা। যা ভালোভাবে নেয়নি তখনকার দাপুটে দুই ফ্রাঞ্চাইজি। বিপিএল থেকে নিজেদের সরিয়ে নেয় বেক্সিমকো ও জেমকন গ্রুপ।
যার প্রভাব বেশ ভালোভাবেই পড়ে বিপিএলে। বিশেষ করে এরপর থেকেই ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে শুরু হয় নাটকীয়তা। দলটার জন্য মেলেনি নির্ভরযোগ্য কোনো মালিকানা। এক মৌসুমে বিসিবির অর্থায়নে অংশ নেয় দলটি। গত দুই আসরেও ছিল ছন্নছাড়া।
তবে নতুন বোর্ড সভাপতি হয়ে ফারুক আহমেদ আসার পর উন্মোচিত হলো রাজস্ব বন্টনের সুযোগ। একটি দল সম্প্রতি আবারো বিসিবির কাছে রাজস্ব ভাগের দাবি জানালে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন বিসিবি সভাপতি। নিয়েছেন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার এক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে তিনি জানান, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো দেশের ক্রিকেটে বিনিয়োগ করছে, তাদেরও কিছু লাভের অংশ পাওয়া উচিত। আমি পরিকল্পনা করছি, কিভাবে তাদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়।’
যদিও কিভাবে বা কিসের ভিত্তিতে বন্টন হবে রাজস্ব, তা স্পষ্ট করেননি বাংলার ক্রিকেটে অভিভাবক। ধারণা করা হচ্ছে, পরবর্তীতে হয়তো বিষয়টি নিশ্চিত করবেন তিনি।
তাছাড়া নতুনভাবে ঢেলে সাজানো বিপিএলে স্বচ্ছতা ও ফ্র্যাঞ্চাইজিদের সন্তুষ্টি নিশ্চিত করতে নতুন নিয়ম প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। সেই সাথে দুর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতেও প্রত্যয়ী ফারুক আহমেদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত