দুমকিতে মা ইলিশ শিকার করায় ২ জেলের কারাদণ্ড

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২৪, ০৯:০৩  | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২৪, ০৯:০৩

 

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের সময় নির্বাহী মেজিস্ট্রেট ও ইউএনও মো. শাহীন মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।

জেলেদের কাছ থেকে ২৪ হাজার মিটার কারেন্ট জাল, ১টি কাঠের নৌকা ও ৬ টি ইঞ্জিল চালিত ছোট নৌকা জব্দ করা হয়। জব্দ কৃত জালের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষাধিক টাকা।

আটককৃত জেলে আংগারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত মতলেব তালুকদারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৫) এবং আংগারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. শহিদ হাওলাদার(৪৫) কে আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার আংগারিয়া ইউনিয়নে পায়রা নদীতে ইলিশ শিকারের সময় ওই ২ জেলেকে আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত