পাঞ্জাবকে টপকে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারকে নিলো লক্ষ্ণৌ

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৬  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৬

 

সৌদি আরবের জেদ্দায় বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসরের নিলাম। মেগা এই নিলামে চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। নিলামে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার।

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন অজি তারকা স্টার্ক। গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রূপি। তবে জেদ্দায় বসা নিলামে আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব। গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ারকে রিটেইন করেনি কলকাতা। যদিও নিলামে ৯ কোটি ৭৫ লাখ রূপি পর্যন্ত আইয়ারকে পেতে বিড করেছিল দলটি।

কিন্তু আইয়ারের সে রেকর্ড বেশি সময় স্থায়ী হলো না। মাত্র ৩০মিনিটেই তার সে রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রূপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।

তিন বছর পর ফিরছে আইপিএলের মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার সৌদি আরবের জেদ্দায় ফ্রাঞ্চাইজিগুলো এক হয়েছে পছন্দের ক্রিকেটারদের তিন বছরের জন্য দলে টানতে।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয় দু’দিনব্যাপি নিলামের প্রথম দিন। দু’দিনে মোট ৫৭৭ জন নিলামের জায়গা পেলেও প্রথমদিনে মাত্র ৮৪ জনকে তোলা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ। রয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। নিলাম অংশটি পরিচালনা করছেন ৪৭ বছর বয়সী এই ভারতীয় নারী মল্লিকা সাগর।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত