আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

| আপডেট :  ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৪  | প্রকাশিত :  ১৮ জানুয়ারি ২০২৫, ১১:১৪

 

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারির লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের সোনার অলংকার চুরির ঘটনায় সদর থানায় ১১টি জিডি হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ওসি মো. নুর নবী সাংবাদিকদের বলেন, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

চুরির ঘটনায় ২২ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় আটটি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনটি জিডি করা হয়েছে।

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারির মাহফিল। মাহফিল উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে সোহরাওয়ার্দী মাঠসহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয়।

মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভিড় জমায়। ধারণা করা হচ্ছে, ছয় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে মাহফিলে। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর বয়ান করেন মিজানুর রহমান আজহারি।

এক ঘণ্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করে তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত