দেশে করোনায় মৃত্যুর শতাধিকের নিচে নামছেই না, শনাক্ত ৭,৬৬৬

| আপডেট :  ২৯ জুন ২০২১, ০৬:০১  | প্রকাশিত :  ২৯ জুন ২০২১, ০৫:৫১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৭ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩১ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬, রাজশাহীতে ২১, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

বিশ্ব করোনা: বিশ্বজুড়ে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৬ হাজার ৫ জন এবং আক্রান্ত হয়েছেন আরও ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা যায়। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৫ হাজার ২৯৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৭৯৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার ১৮৪ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ২৫৫ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৬৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৫৯৫ জন। অপরদিকে, সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৮৪৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ২০৮ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ২০২ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৩২৯ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত