‘ম্যারাডোনার চেয়ে পেলে ভালো’, তিনবার বললেই মেসির সঙ্গে চুক্তি করবে ক্লাব!
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে লিওনেল মেসির। বুধবার (৩০ জুন) ছিল বার্সায় তার শেষ দিন। চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসি এখন যেকোনো ক্লাবেই যেতে পারেন। বিভিন্ন ক্লাব মজা করে মেসিকে চুক্তির প্রস্তাব দিচ্ছে। যার মাঝে ক্রিকেট ক্লাব থেকে শুরু করে পাড়ার ফুটবল ক্লাবও আছে। মজার একটা প্রস্তাব দিয়েছে ব্রাজিলয়ান ফুটবল দল ইবিস স্পোর্ট ক্লাব। যারা নিজেরাই নিজেদের ডাকনাম দিয়েছে ‘বিশ্বের সবচেয়ে বাজে ক্লাব’।
কারণ টানা ৩ বছর ১১ মাস ক্লাবটি কোনো ম্যাচ জিততে পারেনি। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে তারা লিখেছে, বুধবার বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। আগামীকাল থেকে মেসির থাকবে নতুন ক্লাব। স্বাক্ষর করুন মেসি!’ সঙ্গে একটি চুক্তিপত্রও পোস্ট করেছে ক্লাবটি। যাতে লেখা আছে ৬টি শর্ত।
আয়নার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসিকে তিনবার বলতে হবে- দিয়েগো ম্যারাডোনার চেয়ে পেলে ভালো ফুটবলার। এটা করলেই মেসির সঙ্গে চুক্তিতে যাবে ইবিস স্পোর্টস নামে ব্রাজিলের একটি ক্লাব। চুক্তিপত্রে একটি ক্লাবের এমন শর্ত পড়ে যে কেউ হেসে কুটিকুটি হবেন। কিন্তু যখন জানবেন, এমন শর্ত রেখে মেসিকে চাইছে বিশ্বের সবচেয়ে বাজে একটি ক্লাব, তখনই হাসি থেমে যাবে সবার। এও কী সম্ভব! যদিও অনেকে বলছে, নিছক মজার ছলে এমনটা করেছে ইবিস ক্লাব। জানা গেছে , ক্লাবটিকে ‘বিশ্বের সবচেয়ে বাজে ক্লাব’ বলা হয়। কারণ টানা প্রায় ৩ বছর ১১ মাস কোনো ম্যাচই জেতেনি তারা। আর এতে তারা গর্বিত!
উল্লেখ্য, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ৩০ জুন।
১ জুলাই থেকে ফ্রি এজেন্ট খেলোয়াড় মেসি। অর্থাৎ কোনো ট্রান্সফার ফি ছাড়াই যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি। এই সুযোগে মেসিকে পেতে উঠে পড়ে লেগেছে ম্যানসিটি, পিএসজি, জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবগুলো।
এদিকে ফ্রি ট্রান্সফার দেখে সুযোগটা লুফে নিতে চাইছে ইবিস স্পোর্ট ক্লাবও। ‘বস্তাপচা’ ক্লাবটি ৬টি অদ্ভূত শর্ত দিয়ে ফুটবলের জাদুকরকে পেতে চাইছে। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে তারা লিখেছেন— ‘আজ (বুধবার) বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। আগামীকাল থেকে নতুন ক্লাবে যুক্ত হবেন মেসি। স্বাক্ষর করুন, মেসি।’
পোস্টের সঙ্গে একটি চুক্তিপত্রের ছবি সংযোজন করেছে ইবিস স্পোর্ট ক্লাব, যেখানে ছয়টি অদ্ভুত শর্ত লেখা রয়েছে। এসব শর্ত মেনে নিয়ে মেসি চুক্তিপত্রে সাক্ষর করতে আহ্বান জানিয়েছে ইবিস স্পোর্ট ক্লাব। প্রথমটি হলো— মেসির সঙ্গে চুক্তিটি হবে ১৫ বছরের, যা শুরু হবে ১ জুলাই থেকে। মেসির পারিশ্রমিক হবে ক্লাবের আয়ের ওপর ভিত্তিতে। দ্বিতীয়ত ক্লাবের হয়ে বেশি বেশি গোল করতে পারবেন না মেসি। চ্যাম্পিয়ন হওয়াও যাবে না। এতে ইবিস স্পোর্ট ক্লাবের পরাজয়ের বিশেষ ‘ঐতিহ্য’ক্ষুণ্ন হবে।
তৃতীয়ত ইবিস স্পোর্ট ক্লাবে বার্সেলোনার মতো ১০ নম্বর জার্সি পরতে পারবেন না মেসি। কারণ ইবিসে ১০ নম্বর জার্সি পরে খেলতেন মাউরো শাম্পু। যিনি ১৯৮৭ থেকে ১৯৯৫ পর্যন্ত খেললেও, কোনো গোল করেননি। তার সম্মানে সেই জার্সি আর কাউকে দেওয়া হবে না। আর শেষেরটি হলো – আয়নার সামনে দাঁড়িয়ে মেসির মুখে স্বদেশি কিংবদন্তি ম্যারাডোনাকে খাটো করে ব্রাজিলের কালোমানিক পেলের প্রশংসা শোনা। ইবিস ক্লাবের এমন হাস্যকর ও অদ্ভূত প্রস্তাবনায় মেসি বা বার্সেলোনা থেকে কোনো মন্তব্য আসেনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত