আমাদের সম্পর্কে পরিবর্তন এসেছি, কিন্তু আমরা একে অপরের পাশেই আছি

| আপডেট :  ০৪ জুলাই ২০২১, ০৫:০৯  | প্রকাশিত :  ০৪ জুলাই ২০২১, ০৫:০৯

দীর্ঘ ১৫ বছর দাম্পত্য জীবনের ইতি টানছেন বলিউডের অন্যতম ‘পারফেক্ট কপল’ আমির খান ও কিরণ রাও। এমনটাই জানা যায় ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে। সকালে যৌথ বিবৃতি দিয়ে ডিভোর্সের ঘোষণা করে আমির-কিরণ জানান, বেশ কিছুদিন আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাঁরা, সঠিক সময়ে এই খবর ঘোষণা করলেন। কিন্তু প্রিয় তারকার এমন খবরে কষ্ট পেয়েছেন ভক্তরা। তাই বিচ্ছেদের পর ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তারা। জানিয়েছেন, সম্পর্ক বদলালেও তারা একে অপরের পরিবার হয়েই থাকবেন।

ভিডিওতে আমির খান বলেছেন, আপনাদের হয়তো খারাপ লেগেছে। ভালো লাগেনি, চমকে গেছেন। আমরা আপনাদের শুধু এটাই বলতে চাই যে আমরা অনেক খুশি এবং আমরা একটি পরিবার। আমাদের সম্পর্কে পরিবর্তন এসেছি। কিন্তু আমরা একে অপরের পাশেই আছি।

আমির খান আরও বলেছেন, তাদের দুজনের হাতে গড়া পানি ফাউন্ডেশনকে নিজের সন্তানের মতো মনে করেন তারা। আজাদ ও পানি ফাউন্ডেশনের জন্য তারা সবসময়ে পরিবার হয়েই থাকবে। ভিডিওতে ভক্তদের কাছে দোয়া চেয়ে আমির বলেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময়ে সুখে থাকতে পারি। আমরা শুধু এটাই বলতে চেয়েছি।

ভিডিওতে আমির খান কিরণের হাত ধরে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছেন। বিচ্ছেদের চব্বিশ ঘণ্টা না কাটতেই এমন বার্তায় মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আমির-কিরণের এমন ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।

আমির-কিরণ ২০০৫ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তাদের ঘরে আসে পুত্রসন্তান আজাদ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ জন্মগ্রহণ করে। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত