পরিবহন চালুর দ্বিতীয়: দুই সিটে একজন যাত্রী, জীবাণুনাশক স্প্রে চোখে পড়েনি
লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে আজ শুক্রবার (৭ মে) দ্বিতীয় দিনের মতো গণপরিবহন চলাচল করছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ সড়কে গণপরিবহনের চাপ বেশ কম। দুই সিটে একজন করে যাত্রী নিয়েও পরিবহন ভরাতে পারছেন না চালক ও হেলপারেরা। বের হওয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বেশির ভাগই ঈদের কেনাকাটা করতে বের হচ্ছেন।
শুক্রবার (৭ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কল্যাণপুর শ্যামলী, ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, বাসগুলো যাত্রীদের জন্য অপেক্ষা করছে রাস্তার মোড়ে মোড়ে। তবে স্বাস্থ্যবিধি কিংবা জীবাণুনাশক স্প্রে চোখে পড়েনি কোনও বাসে।
উত্তরাগামী মধুমতি পরিবহনের চালক আসাদ বলেন, ‘সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, প্যাসেঞ্জার অনেক কম। রাস্তায় প্যাসেঞ্জারের আশায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
সাভার থেকে মতিঝিলগামী লাব্বাইক পরিবহনের হেল্পার বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যতটুকু যাত্রী আসা যাওয়া করবে ভেবেছিলাম, তা হচ্ছে না। আজ অনেক কম রয়েছে যাত্রী। আমরা যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন তা করার চেষ্টা করছি। দুই সিটে একজন যাত্রী নিচ্ছি।’
ঈদের কেনাকাটা করতে বের হওয়া যাত্রীরা শপিংমলের দিকের গাড়িতে বেশি উঠছেন। শপিংয়ের উদ্দেশে নিউমার্কেট যাওয়ার জন্য বের হওয়া শাহজাহান বলেন, ‘গণপরিবহন চালু হয়ে একদিকে ভালো হয়েছে। অন্যদিকে করোনার ঝুঁকি নিয়েই বাসে উঠতে হচ্ছে। বাসে ভাড়া কম, সিএনজিতে গেলে ভাড়া অনেক লাগতো।’ শপিংমল-মার্কেট কেন্দ্রিক রাস্তার সামনে কিছুক্ষণ পর পর সৃষ্টি হচ্ছে যানজট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত