জেলা প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক নিয়োগ চলছে
মুক্তকণ্ঠ (muktokontha.com) অনলাইন পত্রিকায় সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক একঝাক তরুণ সাংবাদিক নিয়োগ প্রকাশ করেছে। দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল মুক্তকণ্ঠ পত্রিকার জন্য সম্পূর্ণ নতুনভাবে সারাদেশ থেকে জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন অনলাইন পত্রিকার গণমাধ্যমে কাজ করতে ইচ্ছুক তবে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এইচ এস সি পাস হতে হবে।
(১) জাতীয় অনলাইন পত্রিকা (muktokontha.com) এ সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে চাইলে নিচের দেওয়া নির্ধারিত (muktokantho1@gmail.com) ই-মেইলে সিভি এবং ছবি জমা দিতে হবে।
(২) সিভি জমা দেওয়ার ৮ মাসের মধ্যে, সাংবাদিক পরিচয় পত্র (আইডি কার্ড) প্রদান করা হবে।
দেশের সকল জেলা ও উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
সিভি পাঠাবেন যে ভাবে?
১. নাম :………………………
২. পিতার নাম : ………………………
৩. মাতার নাম :……………………..
৪. বর্তমান ঠিকানা : গ্রাম :………………, ডাকঘর:……………… উপজেলা : …………………. জেলা : ………………………
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম : ……………………… , ডাকঘর : …………উপজেলা : ……………………. জেলা : ………………………
৬. জন্ম তারিখ : ………………………
৭. জাতীয়তা : ………………………
৮. র্ধম : ………………………
৯. বৈবাহিক অবস্থা : ………………………
১০. শিক্ষাগত যোগ্যতা : ………………………
১১. জাতীয় পরিচয়পত্র নম্বরঃ
১১. ফেসবুক প্রোফাইল লিঙ্ক:……………………
মোবাইল নাম্বার : : ………………………
১২. ২ কপি পাসপোর্ট সাউজের সদ্য তোলা ছবি।
শর্ত থাকবে- আপনার এলাকায় সাংবাদিক হিসেবে পরিচিত থাকতে হবে। যারা নতুন হিসেবে সাংবাদিকতা করতে চান বা লেখালেখির অভ্যাস আছে তাদের জন্য এ শর্ত প্রযোজ্য নয়।
ই-মেইল পাঠাতে, বিষয় বস্তু অর্থাৎ Subject –এ লিখতে হবে “জেলা প্রতিনিধি”/ ‘‘ক্যাম্পাস প্রতিনিধি’’ ‘‘প্রবাসী’’ উল্লেখ করবেন।
শুধুমাত্র ক্যাম্পাস প্রতিনিধির ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা ১ বছর হলেও গ্রহণযোগ্য।
নিচের ইমেইল এ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র৷সিভি পাঠাবেন এই ঠিকানায় ই-মেইলঃ muktokantho1@gmail.com
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত