অক্সিজেনের অভাবে মৃত্যু গাফিলতি নয়, মানুষ হত্যার অপরাধের সমতুল্য: জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগির মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আজ সোমবার (৫ জুলাই) জাসদ সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার এ মন্তব্য করেন।
বিবৃতিতে জাসদ নেতৃদ্বয় বলেন, দেশে প্রয়োজনীয় মেডিক্যাল অক্সিজেন উৎপাদন ও আমদানি হচ্ছে। বাজারে আমদানি করা পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট অক্সিজেনারেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রাপ্যতাও আছে। সব জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য বিগত অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকার পরও সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনা কেবল দায়িত্ব পালনে ব্যর্থতা ও গাফিলতিই নয়, বরং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের এ ব্যর্থতা ও গাফিলতি মানুষ হত্যার অপরাধের সমতুল্য।
জাসদ সভাপতি এবং সাধারণ সম্পাদক অক্সিজেনের অভাবে যেন একজন রোগীর মৃত্য না হয় তা নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা হাসপাতালগুলোর জন্য থোক বরাদ্দ ও স্থানীয়ভাবে ক্রয়ের আর্থিক স্বাধীনতা দিয়ে অবিলম্বে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনারেটর, পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংগ্রহের নির্দেশ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে হাসাপাতালে অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর জন্য দায়ীদের অবিলম্বে বিচারের সম্মুখীন করার দাবিও জানানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত