পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশীর মৃত্যু

| আপডেট :  ০৫ জুলাই ২০২১, ১০:৪৫  | প্রকাশিত :  ০৫ জুলাই ২০২১, ১০:৪৫

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১৭ দিন হাসপাতালের কোমায় থাকার পর না ফেরার দেশে চলে যান মিজান (২৭)। মিজানুর রহমানের দেশের বাড়ি সিলেটের মোগলাবাজার থানায়। এ বিষয়ে পর্তুগালের লিসবনের সান্তামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডাক্তার জানান, প্রথমেই তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং পরে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ১৭ দিন কোমাতে থাকার পর লিসবন সময় সকাল ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য গত ১৯ জুন শনিবার দুপুরে পর্তুগালের রাজধানী লিসবনের আলকান্তা নামক স্থানে ইলেকট্রিক বাইসাইকেলে চলন্ত অবস্থায় ব্রেকের তার ছিড়লে, সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার স্বীকার হন পর্তুগাল প্রবাসি মিজান।

এ ব্যাপারে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সভাপতি রানা তসলিম উদ্দিন জানান, পর্তুগালে বাংলাদেশি প্রবাসি ভাইয়েরা যারা রাইড শেয়ারিং (উবার) এর কাজ করেন, বিশেষ করে ইলেক্ট্রনিক বাইসাইকেল দিয়ে আমরা সবসময় তাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকি তাদেরকে এটুকু বলতে চাই সাইকেল দিয়ে খাবার ডেলিভারির সময় ট্রাফিক আইন মেনে চলুন। মিজানের ব্যাপারে সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি পর্তুগালের নেতৃবৃন্দরা বসে একটা সিদ্ধান্ত নেয়া হবো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত