ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

| আপডেট :  ০৮ মে ২০২১, ০৫:৪৫  | প্রকাশিত :  ০৮ মে ২০২১, ০৫:৪৫

বঙ্গুবন্ধু সেতু পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের নলকা মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কে দূরপাল্লার কোনো বাস দেখা যায়নি। ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। কড্ডা এলাকায় দূরপাল্লার বাস আটকে দেয়ায় সেখানে শ্রমিকদের আন্দোলনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল কাদের বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কে দূরপাল্লার কোনো বাস চলতে দেওয়া হচ্ছে না। ফলে মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

মহাসড়কের বাঘবাড়ি এলাকায় ট্রাকচালক জাবেদ হোসেন বলেন, আমি নওগাঁ থেকে ঢাকা যাচ্ছি। এখানে প্রায় ঘণ্টাখানেক আছি। তবে যানজটের সঠিক কারণ তিনি বলতে পারেননি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত