জনস্রোত ঠেকাতে ফেরিঘাটে কাল থেকে বিজিবি মোতায়েন

| আপডেট :  ০৮ মে ২০২১, ০৯:৫৩  | প্রকাশিত :  ০৮ মে ২০২১, ০৯:৫৩

ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে আগামীকাল রবিবার (৯ মে) থেকে মাঠে নামছে বিজিবি। শনিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (৮ মে) বিকেলে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রসাশকের সাথে মতবিনিময়কালে জেলা প্রসাশক এস এম ফেরদৌস বিজিবি মাঠে নামার বিষয়টি জানান।

তিনি আরো জানান, বিজিবির ৩ টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লা, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।

গতরাতের নৌ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শনিবার ভোর ৬টা থেকে সবধরণের ফেরী চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরি প্রয়োজনে এ্যাম্বুলেন্স পারাপার হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত