এবার ইরাকে তুর্কি সেনাদের ওপর হামলা, নিহত ১
সিরিয়ার পর এবার ইরাকেও তুরস্কের সেনাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির এক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার রাতে ইরাকের উত্তরাঞ্চলে হামলায় তুরস্কের এক সেনা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়, হাকুর্ক অঞ্চলে সড়কে টহল দেওয়ার সময় তুরস্কের গাড়িবহরে হামলা চালায় পিকেকে সন্ত্রাসীরা। এতে তুরস্কের এক সেনা নিহত হয়েছেন।
প্রায় ৩৫ বছর ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
কয়েক দিন আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আল-বাব এলাকায় তুরস্কের সেনাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছিল। এতে নিহত হয়েছিলেন সাঁজোয়াযানে থাকা তুরস্কের দুই সেনা, আহত হয়েছেন আরও দুজন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত