পটুয়াখালীতে করোনায় ২ বৃদ্ধের মৃত্যু, নতুন শনাক্ত ১১৭

| আপডেট :  ২৭ জুলাই ২০২১, ০৫:৩৪  | প্রকাশিত :  ২৭ জুলাই ২০২১, ০৫:৩১

ইমরার হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে গোল বানু (৬০) ও নুরুল ইসলাম (৬০) নামের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার গোল বানুর ও রবিবার নুরুল ইসলামের সেবাচিম হাসপাতালে মৃত্যুর পর আজ তাদের রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া গত ২৪ ঘন্টায় ২৭১ টি নমুনা পরীক্ষায় আগের সকল রেকর্ড ভেঙে নতুন করে সর্বোচ্চ ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তের শতকরা হার ৪৩.১৭ ভাগ। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৮২। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৮৭ জন। মৃত্যু হয়েছে ৭৬ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৯ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১০০৯ জন। আজ আক্রান্তের দিক থেকে এগিয়ে বাউফল উপজেলা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত