রাজধানীতে অনেক ভবনেই মিলছে এডিসের লার্ভা
করোনার মাঝেই ডেঙ্গুর হানায় আতঙ্কে রাজধানীবাসী। নির্মাণাধীন অনেক ভবনে মিলছে এডিসের লার্ভা। এজন্য ঢাকার দুই সিটিতে চিরুনি অভিযানের প্রথম দিন বেশ কয়েকটি ভবন মালিককে জরিমানা করা হয়। তবে নগর কর্তৃপক্ষের দাবি, সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।
নির্মানাধীন ভবনে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এবং আবর্জনা মিলেমিশে একাকার। আর এর থেকেই তৈরি হচ্ছে এডিসের লার্ভা। নগরবাসী বলছেন, নিজে সচেতন হয়েও পাশের নির্মানাধীন ভবনের কারণে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে আছেন তারা। যেসব ভবনে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে সেই ভবনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
দ্বিতীয় দফায় চিরুনি অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে ছেটানো হয় লার্ভিসাইড। একইভাবে অভিযান চলে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনেও।
গত বছর মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছিলো, এবার সে বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত