করোনার সাথে পাল্লা দিয়েছে ডেঙ্গু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকায়

| আপডেট :  ২৯ জুলাই ২০২১, ০৫:৪৮  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২১, ০৫:৪৩

সারাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহে ৪ জনের মৃত্যু। ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই ১৮১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রােগী ভর্তি হয়েছেন ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৬ জনে।

এর আগে, গতকাল ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন। আর ঢাকার বাইরে ৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১১ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২ হাজার ৯৮ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫২৬ জন রোগী

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত