পটুয়াখালীতে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা

| আপডেট :  ২৯ জুলাই ২০২১, ০৬:৪৪  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২১, ০৬:৪৪

ইমরান হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক দিনে জেলায় সর্বোচ্চ ১৭৮ জন শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও দুই জন। মৃত ফরিদা বেগম (৫৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

তার বাড়ী গলাচিপার নলুয়াবাগী এলাকায়। অপর একজন মির্জাগঞ্জের মৃত মিনারা বেগম (৪০) বরিশাল শেবাচিম হাসপাতালে মারা গেছেন।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন। তিনি সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। বর্তমানে মোট এক হাজার ৪৩৫ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২০ জন এবং হোমে রয়েছেন এক হাজার ৩১৫ জন। এ পর্যন্ত ২৭ হাজার ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত