টিকার যৌথ উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

| আপডেট :  ০২ আগস্ট ২০২১, ০৬:১৪  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২১, ০৬:১৪

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের সিনোফার্ম টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর হবে। চীন এমওইউ স্বাক্ষরের জন্য প্রস্তাব দিয়েছে। আজ সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট থেকে তুরস্কের সঙ্গে সিনোফার্ম যৌথ উৎপাদনে যাচ্ছে। আমার সঙ্গে আলোচনার পর চীনের রাষ্ট্রদূত যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে।

চীন টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে। আমরা সেই প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত দ্রুত হবে, ততই ভালো।

তিনি বলেন, সিনোফার্ম আমাদের নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের টিকার বিপুল চাহিদা রয়েছে। এ জন্য আগেভাগে বাড়তি টিকার সংখ্যা জানাতে চেয়েছিল চীন। আমরা সেটা দিয়েছি। চীনের কাছ থেকে টিকা ক্রয়ের পর এক মাসে ৭০ লাখ টিকা পেয়েছি। এ মাস আরো টিকা আসবে।

রাশিয়া থেকে কেনা টিকা দেশে কবে আসবে এমন প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত