‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে পরামর্শক কমিটি যা বলছে সরকার তার উল্টোটা করছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে পরামর্শক কমিটি যা বলছে সরকার তার উল্টোটা করছে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে শেরপুরে বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালি করোনার হেল্প সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া হয়েছে , এটি অমানবিক। করোনায় আক্রান্ত হয়ে সেখানে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছে, যেখানে এই মহামারিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা সেখানে করোনার হেল্প সেন্টারে বাধা দেয়া সত্যিই অমানবিক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করছি। কার হুকুমে বাধা দেয়া হয়েছে বিভাগীয় নেতাকর্মীদের তিনি তার খোঁজ নেয়ার অনুরোধ জানান।
টিকা দেয়ার ক্ষেত্রে নজরুল ইসলাম খান বলেন, আফ্রিকার দরিদ্রতম দেশগুলো থেকেও পিছিয়ে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত ইরাক, আফগানিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। এ অবস্থায় সরকারের উচিত সবাইকে টিকাদানে উৎসাহিত করা।
গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকারের পরামর্শ কমিটি যে পরামর্শ দিচ্ছে সরকার তার উল্টোটা করছে। শ্রম মন্ত্রণালয় বলছে, মালিকরা তাদের কথা শুনছে না। জনগণের কল্যাণকর এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না নিলে কেউ মানবে না এটাই স্বাভাবিক। এই অবস্থায় সরকার আছে বলে মনে হয় না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত