পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

| আপডেট :  ০৬ আগস্ট ২০২১, ০৯:৪৪  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২১, ০৯:৪৩

চিত্রনায়িকা পরীমনির সহকর্মী কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৬ আগস্ট) তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (৬ আগস্ট) চিত্রনায়িকা পরীমণির ‘মম’ বলে পরিচিত আলোচিত নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করেছে পুলিশ। সম্প্রতি পরীমণির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দীনকে আটক করার সময় পরীর পাশে ছিলেন আলোচিত এই নির্মাতা।

তবে কিছুক্ষণ আগে তিনি বলেছেন, পরীমনির সাথে তার শুধুই কাজের সম্পর্ক। তার ব্যক্তিগত ব্যাপারে কিছুই জানেন না তিনি। এছাড়াও তিনি বলেছেন, তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ডাকলে তিনি সবসময় সাহায্য করতে প্রস্তুত।

নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের ‘মম’ বলে সম্বোধন করতেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বোটক্লাব ইস্যুতে পরীমণির পাশে ছিলেন চয়নিকা চৌধুরী। কিন্তু মাদক মামলায় আটক পরীমণির পাশে আর দেখা যায়নি তাকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত