দুমকির ৩ ইউনিয়নে গণটিকাদানের উদ্বোধন

| আপডেট :  ০৮ আগস্ট ২০২১, ০৪:৩৯  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২১, ০৪:৩৯

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে গণ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে ৩ ইউনিয়নে কার্যক্রম এর উদ্বোধন। রবিবার (৮ আগস্ট) সকাল ৯টায় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। দুমকি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা।

এসময় আরও উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ শিকদার , উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ আলম রনি মাষ্টার,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হাওলাদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফকির, সাধারণ সম্পাদক লিটন খান সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন এবং সূধীজন। এছাড়াও আজ লেবুখালী ইউনিয়নের গনটিকাদান কর্সামসূচী পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঙ্গাশিয়া ইউনিয়নের ভেন্যু পাংগাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত