গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

| আপডেট :  ০৮ আগস্ট ২০২১, ০৭:০৬  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২১, ০৭:০৬

বাদল সাহা, গোপালগঞ্জ থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজ করে।

সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

অপরদিকে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মো: কামাল হোসেন শেখসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত