সারা বিশ্বের করোনা পরিস্থিতি

| আপডেট :  ২৫ আগস্ট ২০২১, ১১:৩৭  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২১, ১১:৩৭

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৪৪ লাখ ৬৫ হাজার ৫৪৯ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৯ কোটি ১৫ লাখ ৬ হাজার ৩৩৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১ লাখ ১২ হাজার ৯২৪ জন, বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ৯২৫ জন এবং মারা গেছে ছয় লাখ ৪৮ হাজার ১৬১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ব্রিটেন, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬ জন এবং মারা গেছে চার লাখ ৩৫ হাজার ৭৮৮ জন। ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৬ লাখ ১৫ হাজার ৮ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার ৮২৯ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত