কাবুল থেকে ২৪ ঘণ্টায় ১৯ হাজার জনকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

| আপডেট :  ২৬ আগস্ট ২০২১, ১২:১৮  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২১, ১২:১৮

৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার কাজ চলছে। এর মাঝেই মঙ্গলবার ২৪ ঘণ্টায় ১৯ হাজার জনকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার (২৫ আগস্ট) এক টুইটে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

Update: From 3 AM ET on 8/24 to 3 AM ET on 8/25, approximately 19,000 people were evacuated from Kabul. 42 US military flights carried approximately 11,200 evacuees and 48 coalition flights carried 7,800 people.

— The White House (@WhiteHouse) August 25, 2021

জানা যায়, এ নিয়ে তালেবানের আফগানিস্তান দখলের পর থেকে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৩০০ জনে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, হোয়াইট হাউজের প্রধান উপ প্রেস সেক্রেটারি এক টুইটে কারিন জেন পিয়ারে জানান, সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত মোট ১৯ হাজার জনকে কাবুল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

US evacuates 19,000 people from Afghanistan on August 24: White House | Al Arabiya English

তাদের নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর সামরিক ফ্লাইটে করে। এই পদ্ধতিতে জুলাইয়ের শেষ থেকে মোট ৮৭ হাজার ৯০০ জন আফগানিস্তান ছেড়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক মন্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সন্ত্রাসী হামলার হুমকির উদ্বেগ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র চূড়ান্ত সময়সীমার মধ্যে প্রত্যাহার সম্পূর্ণ করার জন্য পাল্লা দিয়ে কাজ করছে।

আফগানিস্তান থেকে ৩১ অগাস্টের মধ্যে প্রত্যাহার সম্পূর্ণ করার গতিতেই যুক্তরাষ্ট্র কাজ করছে, এমনটি জানালেও এই লক্ষ্যে পৌঁছানো দেশটির নতুন তালেবান শাসকদের সহযোগিতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বাইডেন। এর মাধ্যমে তিনি প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বাড়ানোর একটি সুযোগ খোলা রেখেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত