রাতে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা, ২ নম্বর সতর্ক সংকেত

| আপডেট :  ১২ মে ২০২১, ১১:৪৭  | প্রকাশিত :  ১২ মে ২০২১, ১১:৪৭

রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন অঞ্চলে রাত একটা থেকে ভোর পাঁচটার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে। একইসঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সঙ্গে নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার (১২ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবার কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসের বলা হয়েছে, ঢাকায়, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত