‘পাঞ্জশিরে মাইন পরিষ্কারে তরুণ সেনাদের ব্যবহার করছে তালেবান’
পাঞ্জশির উপত্যকায় ল্যান্ডমাইন পরিষ্কারে তরুণ সেনাদের ব্যবহার করছে তালেবান। শুক্রবার এই অভিযোগ করেছেন আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং স্বঘোষিত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন আমরুল্লাহ সালেহ। তিনি বলেন, তালেবান যোদ্ধারা তরুণ সেনাদের পাঞ্জশিরে মাইন পরিষ্কারে যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করছে। মাইন পোঁতা এলাকায় তাদের হাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছে।
তবে তার দাবি বিবিসি স্বতন্ত্রভাবে প্রমাণ করতে পারেনি। শুক্রবার ধারাবাহিক টুইটে তিনি এসব দাবি করেন।
সালেহ বর্তমানে তালেবান বিরোধী ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্টের (এনআরএফ) নেতা আহমেদ মাসুদের বাহিনীর নেতৃত্বে সঙ্গে রয়েছেন। পাঞ্জশিরের কিংবদন্তী কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ।
এদিকে এনআরএফ শুক্রবার বলেছে, তারা তালেবানের বিরুদ্ধে ভারি হামলা চালাচ্ছে। কারণ তারা তালেবানের চূড়ান্ত ক্ষমতার বিরুদ্ধে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত