‘তালেবানের আমন্ত্রণে’ কাবুলে পাকিস্তানের গোয়েন্দাপ্রধান
আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় তালেবান যোদ্ধা ও বিরোধীদের চলমান সংঘর্ষের মধ্যে কাবুল সফর করছেন পাকিস্তানের গোয়েন্দা (আইএসআই) সংস্থা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। শনিবার (৪ সেপ্টেম্বর) পাকিস্তানি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে কাবুল পৌঁছান তিনি। আগামী সপ্তাহে তালেবানের নতুন সরকার গঠনের কথা রয়েছে, এর মধ্যে দেশটিতে সফরে গেলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই পাকিস্তানের সাংবাদিক হামজা আজহার সালাম বলেন, দুই দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য তালেবানদের আমন্ত্রণে হামিদ আফগানিস্তান সফর করছেন।
তিনি টুইট করেছেন, নতুন তালেবান সরকারের অধীনে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য তালেবানদের আমন্ত্রণে পাকিস্তানি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ কাবুলে এসেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান নেতৃত্বের প্রধান কার্যালয় ছিল পাকিস্তানে। এবং প্রায়ই বলা হত, শক্তিশালী ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাদের।
আফগান সরকার এবং ওয়াশিংটন থেকে বারবার অভিযোগ, পাকিস্তান প্রায়ই তালেবানকে সামরিক সহায়তা দিচ্ছে। যদিও পাকিস্তান নিয়মিতভাবে এ অভিযোগ অস্বীকার করে আসছে।
পাকিস্তান এবং তাদের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আফগানিস্তান দখলে তালেবানকে সহায়তা করার অভিযোগ রয়েছে।
এরমধ্যে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে নির্বাচিত সরকারের পরিবর্তে তালেবানকে ‘সমর্থন ও লালন’ করেছে।
শ্রিংলা এও বলেন, পাকিস্তান আফগানিস্তানের প্রতিবেশী। তারা তালেবানকে সমর্থন ও লালন -পালন করেছে। সেখানে বিভিন্ন উপাদান আছে, যা পাকিস্তান সমর্থন করে। তাই পাকিস্তানের ভূমিকাকে সেই প্রেক্ষাপটে দেখতে হবে।
এদিকে কাবুল দখলে নিলেও এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে দেশটির পঞ্জশির উপত্যকা। তালেবানের পক্ষ থেকে এর আগে জানানো হয়, পঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশ যোদ্ধা সেখানে রয়েছে। সম্প্রতি সেখানে তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনী কয়েকটি জেলা পুনর্দখল করে বলেও জানা যায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। খবর টাইমস অব ইন্ডিয়ার
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত