হামলার পর নিউজিল্যান্ডের সুপারমার্কেটে ছুরি-কাঁচি বিক্রি বন্ধ

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯

শুক্রবার অকল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি দিয়ে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের সুপারমার্কেটগুলো থেকে সব ধরনের ছুরি ও কাঁচি সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত শুক্রবার স্থানীয় সময় দুপুরে অকল্যান্ডের কাউন্টডাউন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি বিক্রির জন্য রাখা ছুরিগুলো থেকে একটি তুলে নিয়ে অন্তত ছয়জনকে আঘাত করেন। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী প্রাণ হারায়। পরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন।

এ ঘটনার পর কাউন্টডাউন সুপারমার্কেটের কর্তৃপক্ষ ছুরি-কাঁচির মতো ধারালো সকল বস্তু সরিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিষয়ক মহাব্যবস্থাপক কিরি হ্যানিফিন বলেন, গত রাতে আমরা আমাদের তাক থেকে সাময়িকভাবে সব ছুরি ও কাঁচি সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সেগুলো আর বিক্রি করা উচিত কি না তা বিবেচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা চাই আমাদের লোকজন গতকালের ঘটনা বিবেচনায় নিরাপদবোধ করুক।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে শুধু কাউন্টডাউন নয় অন্যান্য সুপারমার্কেটগুলোও তাদের তাক থেকে ধারালো ছুরি-কাঁচি সরিয়ে নিয়েছে।

এদিকে ফুডস্টাফস নিউজিল্যান্ডও জানিয়েছে, তারা ক্রেতাদের নিরাপত্তা বিবেচনায় তাদের সব দোকানের তাক থেকে ছুরি সরিয়ে ফেলেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত