যৌনকর্মীদের খুঁজছে তালেবান!

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০

আফগান সরকারকে অস্ত্রের মুখে হটিয়ে দেশটি তালেবান বাহিনী দখলে নেয়ার পর ভিন্ন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আফগানিস্তানে যৌনকর্মীদের তালিকা তৈরি করছে তালেবান। এজন্য বিভিন্ন পর্নোসাইট দেখে দেখে যৌনকর্মীদের খুঁজছে তালেবান।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পর্নোসাইট দেখে আফগান যৌনকর্মীদের তালিকা তৈরি করে তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলা হতে পারে। দ্য সান অনলাইনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান অনলাইন তাদের পরিচিতদের মাধ্যমে জানতে পেরেছে, আফগানিস্তানে যৌনকর্মীদের বিশেষ পর্নোসাইটের খোঁজ পেয়েছে তালেবানের কিলিং স্কোয়াড। যৌনকর্মীদের শিরশ্ছেদ, পাথর নিক্ষেপ বা ঝুলিয়ে মারা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান পর্নোগ্রাফির নিন্দা করলেও পর্নো সাইটগুলো খোঁজাখুঁজি করছে। যাতে সেখানে কাজ করা নারীদের শনাক্ত করতে পারে এবং তাদের হত্যা বা ক্রীতদাস করতে পারে।

এক ব্যক্তি সান অনলাইনকে বলেন, ভিডিওগুলোতে স্পষ্টভাবে পতিতালয়ের স্থান চিহ্নিত করা যায়। তাই যৌনকর্মীরা হত্যা ও অপহরণের ভয়ে আছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত