বন্দুকধারী ঢুকে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে লকডাউন
অজ্ঞাত এক সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি লকডাউন করা হয়েছে। দেশটির ওহাইওতে অবস্থিত রাইট-প্যাটারসন নামের বিমানঘাঁটিটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে লকডাউন করা হয়।
এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বলা হয়েছে, ঘাঁটিটির ন্যাশনাল এয়ার এন্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টারে একজন বন্দুকধারী আছে এমন খবর পেয়ে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। এখন নিরাপত্তাবাহিনী তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
মার্কিন ৮৮তম এয়ার বেজ উইংয়ের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেও একই তথ্য টুইট করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত