তালেবানের ক্ষমতা দখল উগ্রপন্থীদের আরও উদ্দীপ্ত করতে পারে: ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬  | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬

তালেবানের হাতে আফগানিস্তানের পতন যুক্তরাজ্যের তথাকথিত ‘সন্ত্রাসীদের’ আরও উদ্দীপ্ত কর তুলতে পারে বলে জানিয়েছেন ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের মহাপরিচালক কেন ম্যাককালাম।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন ম্যাককালাম বলেন, সন্ত্রাসের হুমকি যে রাতারাতি বদলে যাবে তা নয়, কিন্তু উগ্রপন্থীদের মনোবল বেড়ে যাবার মত কিছু ঘটতে পারে। এমন উদ্বেগও রয়েছে যে সন্ত্রাসীরা হয়তো পুনরায় সংগঠিত হয়ে ‘৯/১১ বা তার পরবর্তীকালের মত’ বড় আকারের কোনো আক্রমণের পরিকল্পনা করতে পারে।

তিনি জানান, গত চার বছরে যুক্তরাজ্যে মোট ৩১টি ‘শেষ-পর্যায়ে-থাকা আক্রমণের পরিকল্পনা’ ব্যর্থ করে দেয়া হয়েছে। এর মধ্যে ৬টি আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল মহামারি চলার সময়। এম আই সিক্সের মহাপরিচালক জানান, এসব ছিল প্রধানত ইসলামী উগ্রপন্থী আক্রমণের পরিকল্পনা – তবে উগ্র দক্ষিণপন্থী সন্ত্রাসীদের আক্রমণের পরিকল্পনার সংখ্যাও বাড়ছে।

ব্রিটিশ সরকার যদিও বলছে যে তারা তালেবানের কর্মকাণ্ড দেখেই সংগঠনটির মূল্যায়ন করবেন, কিন্তু ম্যাককালামের মতে- যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থাটি ‌ঝুঁকি আরও বাড়বে – এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই আগামী দিনের জন্য পরিকল্পনা করবে।

তিনি বলেন, সন্ত্রাসের পরিকল্পনা, ট্রেনিং ক্যাম্প বা অবকাঠামো- এসব রাতারাতি পাল্টে যায় না, ৯/১১র পর আল-কায়েদা যে সব সুযোগ আফগানিস্তানে পেয়েছিল। এতে সময় লাগে, তাই ২০ বছর ধরে আফগানিস্তান খেবে সন্ত্রাসের ঝুঁকি কমাতে যে প্রয়াস চলেছে, তাকে মোটামুটি সফল বলা যায়।

ম্যাককালাম আরও বলেন, পরিকল্পিত বা সংগঠিত সন্ত্রাসী কাজেও সময় লাগে, তবে যা রাতারাতি হতে পারে তা হলো এদেশে বা অন্যত্র উগ্রপন্থীদের মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠা। তার মতে, বড় আকারের সন্ত্রাসী আক্রমণের সংখ্যা কমে গেলেও অনুপ্রাণিত সন্ত্রাসবাদের পরিমাণ বেড়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত