উজবেকিস্তান ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগান পাইলটরা

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩  | প্রকাশিত :  ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩

উজবেকিস্তান ছাড়তে শুরু করেছেন করেছেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগান পাইলট ও অন্যান্য সেনারা। রোববার তারা উজবেকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়া শুরু করেছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের স্থল বাহিনী ভেঙে পড়ার পর তালেবান দ্রুত গতিতে কাবুলের দিকে এগিয়ে আসার সময় এই আফগান পাইলটরা এ-২৯ লাইট অ্যাটাক বিমান ও ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারসহ ৪৬টি এয়ারক্রাফট নিয়ে প্রতিবেশী উজবেকিস্তানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে প্রায় এক মাস ধরে আটকে থাকার পর প্রাথমিকভাবে তাদের প্রথম দল যুক্তরাষ্ট্রের সহায়তায় আরব আমিরাতের পথে রওনা হয়েছেন।

তালেবান এই আফগান ও তাদের এয়ারক্রাফটগুলো ফেরত পাঠানোর দাবি করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের একটি চুক্তির অধীনে তারা উজবেকিস্তান ছাড়া শুরু করেছেন।

এদিকে পাইলটরা উজবেকিস্তান ছাড়া শুরু করলেও ৪৬টি এয়ারক্রাফট- যেগুলো তারা উজবেকিস্তানে নিয়ে গেছিলেন সেগুলোর ক্ষেত্রে কী হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উজবেকিস্তানের পাইলটদের ওই শিবিরে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানানো হয়েছিল। তাদের তালেবান অধিকৃত আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে বলে আশঙ্কা করছিলেন সেখানে আটকাপড়া আফগান পাইলট ও অন্যান্যরা। আফগানিস্তানে ফেরত পাঠানো হলে তালেবান তাদের মেরে ফলতে পারে, এমন শঙ্কায় আতঙ্কিত ছিলেন তারা।

তবে অগাস্টের মাঝামাঝি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান বলে আসছে, তারা প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেবে না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত