সোমালিয়ার সেনাবাহিনীর সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা
এক আত্মঘাতী হামলাকারী সোমালিয়ার সেনাবাহিনীর সদর দফতরে বোমা হামলা চালিয়েছে। শুক্রবার বিকেলে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মোগাদিসুতে সোমালিয়ার সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান সদর দফতর ভিলা বাইদোয়াতে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এ আত্মঘাতী বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সোমালিয়ার পুলিশ।
সোমালিয়ার পুলিশ বাহিনীর মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান এক বিবৃতিতে বলেন, ওই আত্মঘাতী হামলাকারী মদিনা হাসপাতাল ও ভিলা বাইদোয়ার মাঝখানে নিজেকে উড়িয়ে দেয়। এ সময় আত্মঘাতী বোমা হামলাকারী ছাড়া এ হামলায় আর কেউ নিহত হয়নি।
পরে সোমালিয়ার পুলিশ বাহিনীর এক কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, সোমালিয়ার নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্তের কাজ শুরু করেছে। এখন পর্যন্ত সোমালিয়ার কোনো উগ্রবাদী সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। সূত্র : ইয়েনি শাফাক
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত