মমতাকে রোম সফরের অনুমতি দেয়নি ভারত সরকার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে আয়োজিত বিশ্ব শান্তি বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। ওই অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে তার আবেদনটি খারিজ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার গভীর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চিঠি দিয়ে জানান, যে কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে এ শান্তি বৈঠক আয়োজন হওয়ার কথা। একটি বেসরকারি সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করছে। সেখানে পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর ম্যার্কেলসহ বেশ কয়েকজনকে আমন্ত্রণ করা হয়েছে।
এই আয়োজনে ভারত থেকে একমাত্র আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার বক্তব্য রাখার কথাও ছিল।
মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সেই মতো তার সফরসূচিও চূড়ান্ত করা হয়ে গিয়েছিল। ঠিক ছিল, ভবানীপুরের উপ-নির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। তখনই হঠাৎ এ চিঠি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত