আফগানিস্তান নিয়ে শুনানিতে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

| আপডেট :  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৩  | প্রকাশিত :  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৩

যুক্তরাষ্ট্রের সিনেটে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সাক্ষ্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন। মঙ্গলবার আমর্ড সার্ভিস কমিটির কাছে শুনানিতে তিনি বলেন, আফগান সেনাবাহিনীর এমন পরাজয়ে তিনি বিস্মিত হয়েছেন।

লয়েড অস্টিন বলেন, আসল ঘটনা হলো- আমরা ও আমাদের অংশীদাররা আফগানিস্তানের সেনাবাহিনীকে যে প্রশিক্ষণ দিয়েছি সেটা নিমিষেই ‘নাই হয়ে গেছে’। অনেক ক্ষেত্রে একটি গুলিও করা হয়নি এটা আমাদের বিস্মিত করেছে। এর বাইরে অন্য কিছু বলে সেটা অসত্য বল হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে ,আফগানিস্তান থেকে গোলযোগপূর্ণ মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সিনেটে দুই দিনব্যাপী শুনানির প্রথম দিনে লয়েড অস্টিন এসব কথা বলেছেন।

এদিকে এই শুনানিতে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে খোঁচা দিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমি তাদের সম্পর্কে নেতিবাচক কিছু বলতে চাই না, তাদের অনেকে শেষ পর্যন্ত লড়াই করেছে। কিন্তু বেশি সংখ্যক অস্ত্র সমর্পন করে নিস্তেজ হয়ে গিয়েছিল।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলপূর্ণ সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতার বিষয়ে প্রশ্ন করা হলে মার্ক মিলি বলেন, আমি একটাই শব্দ ব্যবহার করব সেটা হলো ‘ড্যামেজেড, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত