স্বেচ্ছাসেবক দলের ১৩ ইউনিটে নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগরের ৯টি ও ঝিনাইদহ জেলার ৪টি ইউনিট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম, খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম, গাজীপুর মহানগর ও ঝিনাইদহ জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় গাজীপুর মহানগরের ৯টি এবং ঝিনাইদহ জেলার ৪টিঁ ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগরের সভাপতি আরিফ হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন শাহিন পূবাইল,গাছা,জয়দেবপুর মেট্রো ও কাশিমপুর থানা কমিটি অনুমোদন করেন।
ঝিনাইদহ জেলার সভাপতি মো: সাজেদুর রহমান পপ্পু, সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম কোটচাদপুর উপজেলা,মহেশপুর পৌর,ঝিনাইদহ পৌর কমিটি অনুমোদন করেন।
এছাড়াও গাজীপুর মহানগরের কাউলতিয়া মেট্রো, টঙ্গী পূর্ব, কোনাবাড়ী থানা, বাসন থানা, টঙ্গী পশ্চিম থানা এবং ঝিনাইদহ জেলার সদর উপজেলা কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশ করা হয়।
গাজীপুর মহানগরের অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:
১.কোনাবাড়ী থানা : আহবায়ক : মো: তানবিরুল ইসলাম (রাজিব), সদস্য সচিব : মো: রবিউল ইসলাম রবি। যুগ্ম আহবায়ক- ১. মো: জাকারিয়া সরকার হিমেল ২. মো: সেলিম রেজা ৩. মো: মানিক হোসেন ৪. মো: শাহাদাত হোসেন ৫. মো: আরিফ ইকবাল পবন ৬. মো: শহিদুল ইসলাম ৭. মো: সোহেল ৮. মো: ফরহাদ দেওয়ান ৯. আরিফ খন্দকার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.টঙ্গী পূর্ব থানা : আহবায়ক : মো: আরিফুল হক প্রধান সুবেল, সদস্য সচিব : মো: সিরাজুল ইসলাম সাথী। যুগ্ম আহবায়ক- ১. মো: কাজীবুর রহমান রানা ২. মো: আলমগীর হোসেন দিপু ৩. মো: মুকলেছুর রহমান ৪. মো: মাসুদ রানা ৫. মো: এসএম শাকিল পারভেজ ৬. মো: এসএম আমিনুল ইসলাম কাউসার ৭. মিজানুর রহমান পাভেল ৮. মো: বাদল আহম্মেদ ৯. মো: আমজাদ হোসেন সাব্বির সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.টঙ্গী পশ্চিম থানা : আহবায়ক : আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব : রাতুল আহম্মেদ ভূইয়া। যুগ্ম আহবায়ক- ১. মনির হোসেন ২. মো: নাজমুল ইসলাম (নাইম) ৩. আজিজুল ইসলাম টিপু ৪. মো: আব্দুল হালিম ৫. মো: সোলেমান কবির ৬. মো: আব্দুল হান্নান ৭. ইকবাল হোসেন ৮. মোজাম্মেল লস্কর ৯. মো: মিরাজ মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪.বাসন থানা : আহবায়ক : মো: মনসুর আহম্মেদ, সদস্য সচিব : নুরুজ্জামান। যুগ্ম আহবায়ক- ১. নাজমুল ইসলাম বাবু ২. ফরহাদ হোসেন ৩. ইলিয়াস হোসাইন ৪. ফরহাদ হোসেন (জনি) ৫. বুলবুল আহম্মেদ ৬. আশরাফুল ইসলাম পাভেল ৭. মো: হাফিজ মোল্লা ৮. মো: রাসেল খান ৯. পিনু পলাশ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.জয়দেবপুর মেট্রো থানা : আহবায়ক : আসাদুল আলম সরকার, সদস্য সচিব : মুসফিকুর রহমান নজরুল। যুগ্ম আহবায়ক- ১. খন্দকার রুবেল আহম্মেদ ২. শাহেদ আলম ৩. সাখাওয়াত হোসেন সবুজ ৪. মো: নজরুল ইসলাম ৫. সাফাত ইসলাম খন্দকার সাজন ৬. মো: আরিফ হোসেন ৭. নিজাম উদ্দিন বিজয় ৮. নাহিদুল সরকার ৯. হাফিজুর রহমান সোহাগ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬.গাছা থানা : আহবায়ক : ইমতিয়াজ মুজতবা খান তুষার, সদস্য সচিব : মো: আব্দুল মান্নান মন্ডল। যুগ্ম আহবায়ক- ১. মো: সোবহান আহমেদ স্বপন ২. জাকির হোসেন খন্দকার ৩. মো: আবু কাওসার ৪. জহিরুল ইসরাম জহির ৫. মো: ফরিদ হোসেন ৬. মো: রাসেল আহম্মেদ ৭. মো: সিরাজুল ইসলাম(হাজ¦ী সিরাজ) ৮. মো: দেলওয়ার হোসেন বাবু ৯. মো: সিদ্দিক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৭.পূবাইল থানা : আহবায়ক : কামরুজ্জামান কাজল, সদস্য সচিব : হারুন-উর-রশিদ। যুগ্ম আহবায়ক- ১. রুবেল আহমেদ জীবন ২. হাবিবুল্লাহ হাবিব ৩. জহিরুল ইসলাম বাবু ৪. রবিউল হাসান ৫. মাসুম রানা ৬. খালেদ মোশাররফ (মাজু খান) ৭. বেলায়েত সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৮.কাউলতিয়া মেট্রো থানা : আহবায়ক : মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব : আজিজুল হক। যুগ্ম আহবায়ক- ১. মো: জহিরুল ইসলাম ২. লুৎফর রহমান পালোয়ান ৩. সেলিম হোসেন ৪. এরশাদুল আলম ৫. নাহিদুল ইসলাম রনি ৬. জহিরুল ইসলাম জহির ৭. জাহিদ হায়দার ৮. মো: রুবেল মন্ডল ৯. মো: জাকির হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৯.কাশিমপুর থানা : আহবায়ক : মো: তাহাজ উদ্দিন মোল্লা, সদস্য সচিব : মো: সিরাজুল ইসলাম । যুগ্ম আহবায়ক- ১. আ: রহমান ২. মো: মোয়াজ্জেম হোসেন ৩. সোহেল রানা ৪. মো: ওমর ফারুক চৌধুরী ৫. মো: শহিদুল মৃধা ৬. এফ আই শরীফ ৭. মো: সাগর ৮. মো: মনসুর আহমেদ ৯. মো: বাবুল হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঝিনাইদহ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.সদর উপজেলা : আহবায়ক : মো: জাহাঙ্গীর হোসেন মিন্টু, সদস্য সচিব : মো: মশিয়ার রহমান। যুগ্ম আহবায়ক- ১. মো: আফাঙ্গীর হোসেন রকি ২. মো: আব্দুর রশীদ নব ৩. মো: মাহাবুবুর রহমান ৪. মো: রানা হোসেন ৫. মো: রাকিবুজ্জামান রাকিব ৬. মো: তাবিবুর রহমান ৭. মো: আরাফাত হোসেন নয়ন ৮. মো: স্বপন হোসেন ৯. মো: মিলন মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.সদর পৌর : আহবায়ক : প্রহল্লাদ সরকার, সদস্য সচিব : মো: রাজু আহমেদ রাজীব। যুগ্ম আহবায়ক- ১. মো: কাজল মালিতা ২. মো: শাহিন ৩. মো: ফারুক বিশ^াস ৪. মো: হাবিবুর রহমান ৫. মো: শিহাব সুলতান সেতু ৬. মো: শাহাবুদ্দীন আহমেদ স্বপন ৭. মো: আলামিন হোসেন ৮. মো: রিপন হোসেন ৯. মো: রব্বুল হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.কোটচাঁদপুর উপজেলা : আহবায়ক : মো: কামরুজ্জামান (সিদ্দিক) , সদস্য সচিব : মো: হাফিজুর রহমান। যুগ্ম আহবায়ক-১. মো: মনোয়ার হোসেন আলামিন ২. মো: মাহাবুবুর রহমান ৩. মো: রফিকুল ইসলাম ডিপলু ৪. মো: আলাউদ্দিন ৫. মো: হাসান জাহিদ ৬. মো: আজিজুর রহমান ৭. মো: হিরমাতুল্লাহ হিরু ৮. মো: আবু হোসেন ৯. মো: মাসুদুর রহমান টিপু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি
৪.মহেশপুর পৌর : আহবায়ক : মো: আবু জাফর আল আছাদ (বাবু), সদস্য সচিব : ইঞ্জি: মেহেদি হাসান সিরাজী। যুগ্ম আহবায়ক- ১. মো: শামিম হায়দার খোকন ২. মো: জুবায়ের মুন্সি ৩. নুর আলম হিরো ৪. মো: ইসমাইল হোসেন ৫. মো: আবিদ আনোয়ার ৬. মো: আব্দুল কাদের শান্ত ৭. মো: হোসেনুজ্জামান টিটো ৮. মো: সাদিক রাকিব ৯. মোহাম্মদ রাশেদ উদ্দীন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত