মমতার বিজয়ে ঢাকায় আনন্দ মিছিল
পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে বিজয়ী হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঢাকায় আনন্দ মিছিল হয়েছে। ‘বাংলাদেশের সচেতন যুবসমাজের’ আয়োজনে মঙ্গলবার শাহবাগে এ আনন্দ মিছিল করা হয়।
এ সময় সংগঠনের পক্ষে পার্থ প্রতীম দাস ও তারাপদ ভৌমিক বলেন, ভবানীপুর আসনের উপনির্বাচনে জয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অসাম্প্রদায়িক রাজনীতির বিজয় অব্যাহত রেখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকা নিশ্চিত করেছেন। এ নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে ৫৮ হাজার ৮৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার এই জয়ে আমরা বাংলাদেশের সচেতন যুবসমাজ অত্যন্ত আনন্দিত।
পার্থ প্রতীম দাস ও তারাপদ ভৌমিক বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় এবং দুই বাংলায় অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজয় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। ভারতে সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতির পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিরোধ আন্দোলনে আমরা বাংলাদেশের সচেতন যুবসমাজ একাত্মতা ঘোষণা করছি, ভবিষ্যতেও ভারতে সাম্প্রদায়িকতাবিরোধী যে কোনো কর্মসূচিতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।
তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের কাছে দেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এ দাবিতে তাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত