বিল গেটসকে আফগানিস্তানে মানবিক সহায়তার আহ্বান ইমরান খানের

| আপডেট :  ০৬ অক্টোবর ২০২১, ০৬:২০  | প্রকাশিত :  ০৬ অক্টোবর ২০২১, ০৬:২০

আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা বিবেচনার জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটসকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (৪ অক্টোবর) ওই টেলিফোন আলাপে ইমরান খান বলেছেন, আফগানিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। ভয়াবহভাবে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

সংলাপের পরে এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে রোগ প্রতিরোধে পোলিও টিকা দেয়ার কার্যক্রম শুরুর ওপর গুরুত্ব দেয়া হয়েছে আলোচনায়। একই সঙ্গে পাকিস্তানে পোলিও নির্মূলের ক্ষেত্রে যে অর্জন তা সুরক্ষিত রাখার বিষয়েও তারা আলোচনা করেন। এ সময়ে তারা আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তানে পোলিও নির্মূলের ক্ষেত্রে যে অগ্রগতি তার জন্য বিল গেটসের প্রশংসা করেন ইমরান।

প্রশংসা করেন এক্ষেত্রে আর্থিক সহায়তা দেয়া বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের। এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং কাজ চলমান রয়েছে। তিনি জানান, দেশ থেকে সবরকম পোলিও নির্মূলে তার কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ওদিকে এই অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছেন বিল গেটস। পাকিস্তানে পোলিও বিরোধী কর্মকাণ্ড অব্যাহত সমর্থন দেয়ার প্রত্যয় ঘোষণা করেন তিনি।

ইমরান খানের অফিস থেকে জানানো হয়, আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুই নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি আফগানিস্তান এবং পাকিস্তানের পোলিও মহামারি নিয়েও আলোচনা করেন তারা। উভয় দেশ থেকে সংক্রামক রোগ নির্মূল করার জন্য তারা আশা প্রকাশ করেন। আফগানিস্তানে পোলিও ক্যাম্পেইন পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা করেন তারা। যাতে পোলিওভাইরাস নির্মূলের ক্ষেত্রে পাকিস্তানের সাম্প্রতিক অর্জনগুলো সুরক্ষিত থাকে।

ইমরান খান পোলিও নির্মূলের ক্ষেত্রে পাকিস্তানের অব্যাহত অগ্রগতি সম্পর্কে বিল গেটসকে অবহিত করেন এবং
এক্ষেত্রে বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দেওয়া সহায়তার প্রশংসা করেন তিনি।

পাকিস্তানে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম নিয়ে বিভিন্ন পদক্ষেপের জন্য ইমরান খানকে অভিনন্দন জানান বিল গেটস। এছাড়াও পোলিও কার্যক্রমে অগ্রগতির জন্যও প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন তিনি। পাশাপাশি পাকিস্তানের পোলিও কর্মসূচিতে তার ফাউন্ডেশন থেকে অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন।

তিনি গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানের মানুষের স্বাস্থ্য ও উন্নতির জন্য অব্যাহত সহযোগিতার প্রস্তাব দেন। আলোচনার শেষে ইমরান খান পাকিস্তানের সঙ্গে মূল্যবান অংশীদারত্বের জন্য গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত