ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে উগ্রবাদীদের হামলা, নিহত ৩
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্দেহভাজন উগ্রবাদীদের হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ভারতবিরোধী উগ্রবাদীরা এ হামলার জন্য দায়ী বলে দাবি করেছে দেশটির পুলিশ। বুধবার কাতারের গণমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ভারতবিরোধী সশস্ত্র উগ্রবাদীরা রাস্তায় সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। ৯০ মিনিটের মধ্যে পৃথক পৃথক হামলায় ওই তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রথম নিহত বেসামরিক ব্যক্তির বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগরের ইকবাল পার্কের কাছে হামলা চালায় ভারতবিরোধী সশস্ত্র উগ্রবাদীরা। তাদের ছোড়া গুলিতে নিহত হন ওষুধের দোকানের মালিক মাখনলাল বিন্দ্র (৬৫)। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে ভারতের নিরাপত্তাবাহিনী। তারা সন্দেহভাজন উগ্রবাদীদের খোঁজ করছে।
এ ঘটনার এক ঘণ্টার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আরো এক বেসামরিক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি রাস্তার ফল বিক্রেতা, নাম বীরেন্দ্র পাসওয়ান। তার বাড়ি ভারতের পূর্বাঞ্চলের বিহার রাজ্যের ভাগলপুর জেলা।
এছাড়া তৃতীয় বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দেখা গেছে যে সশস্ত্র ব্যক্তিরা এক ট্যাক্সিচালককে গুলি করে হত্যা করেছে। ওই ট্যাক্সিচালকের নাম মুহাম্মদ শফি। তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বান্দিপোড়া জেলার উত্তর হাজিন এলাকার বাসিন্দা।
ভারতীয় পুলিশ তাদের এক বিবৃতিতে এসব হত্যাকাণ্ডকে উগ্রবাদী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। এসব হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। সূত্র : আল-জাজিরা
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত