‘অনড়’ অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত তালেবানের
সরকার ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও নারীদের অন্তর্ভুক্ত করলেও সরকারগঠনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা ও বর্তমান আফগান সরকারের অন্যতম মুখপাত্র সুহাইল শাহিন এ অবস্থানের কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারে সুহাইল বলেন, আফগানিস্তানের জনগণ সরকারব্যবস্থা ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করতে প্রস্তুত আছে। একসময় সরকারে নারীদেরও যুক্ত করা হবে। কিন্তু নির্বাচনভিত্তিক সরকার কখনও জনগণ মেনে নেবে না; এবং বিশ্বকে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার মাত্র তিন মাসের মধ্যে দেশের প্রায় সবগুলো প্রদেশ দখলের পর গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
তার দুসপ্তাহ পর একটি মন্ত্রিসভাও গঠন করলেও এখন পর্যন্ত কারো স্বীকৃতি মিলেনি। ২০২০ সালে কাতারের রাজধানী দোহায় শান্তি সংলাপে পাশ্চাত্য দেশসমূহের প্রতিনিধিদের ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান প্রতিনিধি দল, তার কোনো প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে সরকার ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও নারীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে পূর্বের ‘অনড়’ অবস্থান থেকে সরে আসতে সম্মত হয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীটি। কিন্তু কোনোভাবেই সরকারগঠনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত