দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন চলাচল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রস্তাব
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন যেন বন্ধই থাকে সেজন্য আমরা প্রস্তাব করবো। সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, আমরা মনে করি আন্তঃজেলা বাস, লঞ্চ, ট্রেন যেন বন্ধই থাকে। আমরা প্রস্তাব করবো। বর্ডার বন্ধ আছে, আগামীতেও বন্ধ থাকবে, যে পর্যন্ত না ভারতের পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসে।
তিনি বলেন, এবার ঈদে প্রধানমন্ত্রীর অনুরোধ ছিল যে যেখানে আছেন সেখানেই ঈদ করেন। অনেকে মেনেছেন, অনেকে মানেননি। তারপরও সবাই আনন্দের সঙ্গে কেনাকাটা করেছেন।
তিনি আরও বলেন, ফেরিতে গাদাগাদি করে বাড়ি গেছেন। নাড়ির টানে ঢাকা ছেড়ে বাড়ি গেছেন, আমি বলি নাড়ির টানে বাড়ি যাচ্ছেন নাড়ি যেন ছিড়ে না যায়! কারণ বাড়িতে অনেকেই বৃদ্ধ বাবা-মা আছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত