ইয়েমেনে গর্ভনরের গাড়িতে বোমা হামলা, নিহত ৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির গভর্নর আহমেদ লামলাস এবং কৃষিমন্ত্রী সালেম আল-সুকাত্রি’র গাড়িবহর লক্ষ করে এ হামলা চালানো হয়। তবে তারা দু’জনই প্রাণে বেঁচে গেছেন। আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে।
হামলার পর এক মন্তব্যে গভর্নর ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন। তবে হামলায় তার নিরাপত্তা দলের সদস্যসহ ছয়জন নিহত হয়েছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক সাইদ তাৎক্ষণিক হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।
লামলাস ও সালেম দু’জনই সাউদার্ন ট্রান্সজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা। এর মধ্যে লামলাস এসটিসির সাধারণ সম্পাদক। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে জোটে আছে এসটিসি। এডেনসহ দেশের দক্ষিণাঞ্চলের বড় অংশ এসটিসির নিয়ন্ত্রণে আছে। সাউদার্ন ট্রান্সন্যাশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।
হামলায় নিহতদের মধ্যে আছেন গভর্নরের প্রেস সেক্রেটারি ও তার ফটোগ্রাফার, তার নিরাপত্তা প্রধান, গর্ভনরের আরেক সফরসঙ্গী এবং একজন সাধারণ নাগরিক। এ হামলায় আহতের সংখ্যা অন্তত ১০। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে এসটিসির মুখপাত্র আলী আল-কাথিরি এক বিবৃতিতে ইসলামী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।
এর আগে, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। একপক্ষে সৌদিসহ আন্তর্জাতিক গোষ্ঠী স্বীকৃত জাতীয় সরকার, অন্যপক্ষে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী বাহিনী। তবে এই ট্রান্সন্যাশনাল কাউন্সিলের (এসটিসি) সদ্যস্যরা ইয়েমেন সরকারের পক্ষের। সূত্র: রয়টার্স।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত